শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

অনিন্দ্য রায়


প্রিয় মেনহির


রৌদ্রকোল, পিছলে যে পোষ্য পড়ছে, ফাঁদ পাতি আঁধারঊর্ণায়
প্রতিটি ঘরের কোণে অপরাধ বুনে রাখে আছে
আমিও চাকরিসূত্রে মৃত পোকাদের পরিষ্কার করি আর
                   তাদের শরীর টিপে বের করি রস-মেটাফর

কাগজে মাখিয়ে দিই, আঙুল বোলাই, তাতে
বাংলা অক্ষরের মতো বাহান্নটি দাগ
তাস বেটে নিয়ে খেলতে বসেছি

এইটুকু আমার কবিতা, এটুকুর লোভ দেখিয়ে তোমার ধূর্ত বেড়ালটিকে
আমাদের দলে টানলাম



প্রচ্ছদ শিল্পী : সুদীপা কুন্ডু







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন