শনিবার, ২২ জুন, ২০১৯

পৌলোমী



মেঘ-বাড়ি

পৌলোমী

বৃষ্টি পড়লেই সেই বাড়িটার কথা মনে হয়
যার সামনে পান্না সবুজ পুকুর,
আঁকাবাঁকা জলঢোড়া, বেগুনি পানাফুল
আর জলফড়িং।
বাড়িটার সামনে লালে লাল কৃষ্ণচূড়া।
ঝিরি ঝিরি পাতায় জলভরা মেঘ নেমে এসে
দোতলার জানলা দিয়ে উঁকি মারে।
পেয়ারাপাতা আর মাধবী লতার গা ঝামরানো গল্পের ডালি।
কেন জানি না, বৃষ্টি হলেই সেই বাড়িটার কথা
আমার মনে হয়।
বারান্দায় বসে সোঁদা মাটির গন্ধ আর
সামনে সবুজ জলে টুপ-টাপ ঝরে পড়া আল্পনা।
সামনে খোলা জীবনানন্দ অথবা সুনীল।
মাঝে মাঝে জামরুল রেণু ভেসে আসে।
সেইসঙ্গে ভেসে আসা নিকোটিনের সুবাস
আর মহিলা কন্ঠে রবীন্দ্রসঙ্গীত।
বৃষ্টি এলেই ওই বাড়িটার কথা খুব মনে হয়।
ওই বাড়িটার ঠিকানা হারিয়েছি আমি।
শুধু মনে আছে কোন এক বর্ষা সকালে
ওই বাড়িটার নাম আমি রেখেছিলাম
'মেঘ-বাড়ি'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন