শনিবার, ২২ জুন, ২০১৯

দীপাঞ্জন মাইতি




কথক কথা
-

অভ‍্যন্তরীণ দ্বন্দ্ব মন্দ নয়।
তবু আজন্ম মৃত‍্যুর অপেক্ষার থেকে
নিহিত নিহতের কথায় আশঙ্কার চিহ্নকে
পৃথক করতে পারি না বলেই
আমায় কবি হিসেবে গ্রাহ‍্য করি না আমি।
মরণোত্তর পদোন্নতির তেমন কোনো আশাও দেখতে পাই না;
তবে! এর দায় কারযে লড়তে লড়তে মরে গেল?
না কি যে মরার ভয়ে...
আমার তো নিজের কোনো গল্প নেই।
মৃত কবির প্রতি মাফিনামা

মেরুদন্ড বড় বিষম বস্তু.. সবার তা থাকে না,
উত্তরাধিকার সূত্রে যারা রোদ জল ভালোবাসা পেয়ে বেড়ে ওঠে -
তারা সবাই ব‍্যাটন তুলে নিতে পারে না;
ফলে মৃত‍্যু হয়। মৃত‍্যু হয় প্রজন্মেরমৃত‍্যু হয় প্রজন্ম কবির।
তোমার পদচিহ্নের গভীরে গাহন পূণ‍্যস্নানসমতার কিনারে দাঁড়ালে
আমার প্রায়শই নিজেকে হন্তারক মনে হয়.. আর্তনাদ চিরে দেয় হৃদয়,
"
ক্ষমা করো হে কালশ্রেষ্ঠ তোমার মৃত‍্যু আসলে হত‍্যা
তোমার মৃত‍্যু মোদের স্বভাবে.. তোমার মৃত‍্যু স্বাভাবিক নয়।"


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন