শনিবার, ২২ জুন, ২০১৯

তৈমুর খান




________________
এক একটা জীব
_______________

যার যা নাম সেটাই তার প্রকৃত পরিচয় নাকি?
তা হলে অভ্যাসেরা কোথায় যায়?
ব্যবহারেরা কোথায় যায়?

সব ৠতুগুলিই বৈশিষ্ট্যে সমন্বিত
ক্রিয়া ও বিশেষণে নারীর মহিমা
শুধু উপমায় লাগে চাঁদ
জ্যোৎস্নারা কে জানে চাঁদের কান্না কিনা!

মেঘ যদি মেঘদূত হয়
কেউ তবে ভোরেরও ভৈরবী
মানুষের ভেতরে মানুষ
মানুষের ভেতরে দেবতা
মানুষের ভেতরে হিংস্রতা
আলো-অন্ধকার প্রান্তরে
অনন্ত আদিম এক একটা জীব
এক একটা নাম নিয়ে উঠে আসে
আবার ডুবে যায়
কাপড় পরে, অথবা পরে না।


সস্তা
_______

পরম একাকী হয়ে শুয়ে আছি শীতে
খড়ের বিছানা রোজ আগুনকে ডাকে
এখানে আগুন সব নেতাদের হাতে
আগুনের মার্বেল খেলে আর বিড়ি ফোঁকে

আমাদের কাঁথা নেই, নিরাপত্তা আসে না
ঠক ঠক জ্বরে কাঁপা মুখে গল্প শোনাই
দূরের আকাশ আর নীরব কল্পনা
সান্ধ্য শকুন হয়ে নেমে আসে ভয়

চুপচাপ চোখ বুজে ঈশ্বরের নাম
খদ্দেররা বুঝে গেছে আমাদের দাম!

সময়ের থাবার নীচে
_______________

বেঁচে থাকাই একটা অপমানের মতো
একটা একটা কাঁটা তুলে রাস্তা হাঁটি
আর রাস্তায় সব ভ্রু ভঙ্গি

কোথায় শুকোবো ক্ষত?
ক্ষত শুকোবার দিন চলে গেছে
আজ সব ক্ষতচিহ্ন দংশনের দাগ

সময়ের থাবার নীচে আত্মগোপনের প্রয়াস
শুধুই গর্জন তার প্রগলভ ঝড়
হন্তারক হয়ে নামে রাক্ষুসী আঁধার

সম্ভ্রমের সব পাতা ঝরে গেলে গ্রীষ্মের গাছ
নিঃসঙ্গ চৈত্রের বাতাসে লেখে হাহাকার


সময়ের শূন্য নদীতে ভাসে জ্যোৎস্নার হাড়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন