শনিবার, ২২ জুন, ২০১৯

শ্রাবণী সোম যশ



না বলা কথা


একটা শব্দ খুঁজে চলেছি আমাদের আলাপের জন্মলগ্ন থেকেই 
রোদজ্বলা দুপুরে  যেদিন প্রথম দেখলাম
ঠিক সেই মুহূর্ত থেকেই খুঁজছি 
দ্রুতগামী যানের ভিড় বাঁচিয়ে
আঙুলে আঙ্গুল জড়িয়ে পথটুকু পেরোনোর তাড়াতেও !  
আবেগী নদীর ধারে আলোছায়া মেখে
মাঝির ভাটিয়ালি সুর শোনার অবকাশেও থামেনি সেই খোঁজা 
ক্লান্ত পায়ে হোঁচট সামলাতেদুহাতে শার্ট খামচে ধরেও খুঁজেছি শব্দটাকে
 ফুচকার ঝালে চোখ মুখ ভাসিয়ে,
রুমাল কেড়ে নিয়ে হাতড়েছি বুকের সাজানো বাগান  
হঠাৎ নামা চৈতালি বৃষ্টিতে লুটোপুটি করতে করতে বৃষ্টির ফোঁটা ভেঙেছি !
ছেঁড়া চটিতে পিন লাগানোর তাড়ায় ,
আমার পিনবিদ্ধ আঙ্গুলে তোর জিভের ছোঁয়ায় শিউরে উঠে থমকেছি 
হিমেল সন্ধ্যায় কাঁপতে কাঁপতে 
নিকোটিন ভেজা ঠোঁটের উষ্ণতায় পাগলের মতো  খুঁজেছি 
মনখারাপের ভোরে ভরসা পেতে ,
রোমশ বুকে মুখ লুকাতেই ঘটলো মিরাকল 
এতদিন এতো খোঁজার মুহূর্তের অবসান ,
খুঁজে পেয়ে গেলাম মন ছোঁয়া শব্দটাকে !   
তোর চোখের তারায় সর্বনাশের বসত দেখে চিনলাম নিজেকে  
 বুঝলামআসলে  ' ভালোবাসি বলতে চেয়েছি প্রতিমুহূর্তে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন