সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

শুক্লা মালাকার

খুশি

বহুদিন পর হেমন্তে বক্সার জঙ্গলে
শুকনো পাতার ওপর হেটে
বিষণ্ণতা জুড়োতে এসেছি
সভ্যতার তাড়নায় গহীনতা ছারখার
জয়ন্তী নুড়ি পাথরের গহনায়
জিরো ফিগার হয়েছে
ওপরের লেপচাকা গ্রামের
সেই তরুণের নির্মোহ চোখ আর
আমার তারুণ্যের উশৃঙ্খল খুনসুটি মনে পড়ে
এতদিন পরে এই মধ্যাহ্নে
তরল সবুজে মাখামাখি তাকে
খুঁজে পাওয়ার খুশিতে মাতাল হয়ে পড়ি।

                  নবান্নের গান

যুদ্ধক্লান্ত তটদেশে এলিয়ে পড়েছে মন
মনস্তত্ত্ব যেন ঢেউ
ক্রমাগত ভেঙে চলেছে
যাপনচূর্ণ মেখে ছদ্মবেশী চোখ
মৃত দিন, দিনের শরীরে মৃত প্রজাপতি
লিভিংরুমে, কিচেনে, বিছানায় মৃত ঝড়
ডোরাকাটা হাসি পেরিয়ে ঝুলে আছে বহুতল 
একটা প্রচণ্ড ঝড় কিংবা সুর
তারার থেকে চুয়ে চুয়ে যদি নেমে আসে
কোনো গুপ্ত মূর্ছনা প্রবল ঘূর্ণিময় আবেগে
শেষরাতে জেগে উঠবে ইশ্বর

গলি, মোড়, রাজপথ জুড়ে ছড়িয়ে পড়বে নবান্নের গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন