সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

তনিমা হাজরা




 

(১)
 শোন মন আছে তোর? 
আমার কিন্তু নেই, 
আছে এক আগ্রাসী অন্তর। 

প্রচন্ড ক্ষিদেয় ভালবাসার রক্তমাংস 
সব চুষে খেতে চায়।

তফাৎ যাও, বিশ্বাসে মিলায় বস্তু,
নেহি তো সব ঝুট হ্যায়।।

(২)
প্রভাবশালী শব্দেরা দাঙ্গা বাঁধিয়ে তোলে মাথার ভেতরে, 
পাইন গাছেদের এ ভারি দুর্দায়,
শীর্ষমুকুলের প্রসব যন্ত্রণা পেরিয়ে আকাশ ধরতে যেতে হয়, 
শিকড়ে আটকে থাকে তবু প্রাণ। 

(৩)

খেলনা পাতি খেলতে খেলতে কখন আমি ভুলেই গেছি খেলার নিয়ম। 
ভাবছি বুঝি খেলাই সত্যি, আইসবাইস।
এই বৃষ্টি, এই মেঘ, লুকোচুরি, ভোকাট্টা,
দম নিতে দে।
 শুধু কি মানুষ, সময় ও ভুল প্রমাণিত হয়।
 
আব্বুলিশ।।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন