সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

জ‍্যোতির্ময় মুখার্জি



ফিরে গেছে রোদ

প্রতিটি রাতের শেষেই ভোর থাকে
যেভাবে প্রতিটি ভোরেই শেষ হয় রাত
ব‍্যাপারটা খুবই সোজা
                   কিন্তু অতটাও সহজ নয়

জটিলতা শুরু হয় ঠিক তখনই, যখন
রাত ফুরালেও আঁধার কাটে না

যেমন ফুল ফুটলেই কিন্তু বসন্ত আসে না








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন