বরাবর
সম্পাদক
সৃজন ব্লগজিন
প্রণয়ের জলে
=======
উন্মাদীনি মগ্নতার আড়ালে লুকিয়ে রাখা
আকন্ঠ তৃষ্ণার্থ পিপাসা, ...
একাত্ন অপলক চেয়ে থাকা সমর্পণে
নিবিড় ধন্য শুধু আলিঙ্গনে ।
সেই প্রথম দেখা গোধুলীর আভায়...
আলো আধারিতে উন্মত্ততা,
কামনার পংক্তি গেঁথে আমার শরীরে
মদকতায় কিছু ঝড় তুলেছিল অতৃপ্ত হৃদয়ে ।
নিবিড় স্নিগ্ধতা ঢেলেছে হাহাকার গভীর আঁধারে
অস্তিত্বে তোমার নাম থাক আকাশের নীলে
বঞ্চিত প্রাণের ব্যথা, বেদনার বিষণ্ণ নূপুরে
ঢেউ তুলে ভেসে যাক প্রণয়ের জলে ।
অনুভুতি
======
অনুভুতি ছাড়া কবিতা হয় না
লুকিয়ে ছাড়া ভালোবাসা হয় না।
আনন্দ ধারায় আরো অনুভূতি চাই
এমনি এমনি সব মিলে না
ঘুম ভাংগলে স্বপ্ন মিলিয়ে যায়;
স্পর্শ মিলিয়ে যায না ।
বিলিয়ে না দিলে পাবার আনন্দ থাকে না
ভালোবাসার একটা চুমুর দাম অর্থে মিলে না
চুমুর মধ্যে ভালোবাসার স্পর্শ অনুভূতি
মুক্তোর মতো ছড়িয়ে থাকে হৃদ পটে
ভালোবাসা নিজেই তার স্বতন্ত্রে মহিয়ান।
ভালোবাসার আরেক নাম হল প্রনয়
প্রনয়ের আরেক নাম হল আলিঙ্গন
জ্বালিয়ে দিলাম পুরানো প্রেমের বাতি
জ্বলুক না, আরও কিছুক্ষন
উজার করে দাত্ত ভালোবাসা........
হবে সৃষ্টি নামবে বৃষ্টি
আর তুমি হবে শ্রী পুজারিনী।
দুঃসহ বেদনা
=======
সোঁদা মাটির গন্ধেও খুঁজে পাবে না
বিষে লীন লখিন্দর!!
করি না মহাশ্মশানে ভয়,
এই দেখো বুকের জমিনে ত্রিশূলের আঁচড়।
ক্ষয়ে যাওয়া পাহাড় কি বলেনি কথা?
অরণ্যের নিস্তব্ধতা শুনেও কি বুঝোনি
দাবানলে পুড়ে গেছে পলাশের ভালোবাসা?
নাকি পঙ্কিলতায় ডুবে
আজও খড়কুটোয় জিইয়ে রাখো
বেঁচে থাকার আশা !
নিমীলিত চোখে অন্ধকার নয়,দেখি আলো।
চারদিকে এত উচ্চরব
ধ্যানমগ্ন সাধুও করে চিৎকার।
প্রকৃতির নির্লিপ্ততা দেখনি তুমি?
নদীর ঢেউয়ে কি দেখনি জোছনা ছাযায়
পুলকিত চাঁদের আত্মহত্যা?
নিঃশ্বাসে কি পাওনি বেচেঁ থাকার স্বাদ?
প্রভাতের সূর্যে কি দেখনি
শিশিরের ঝরে যাওয়া দুঃসহ বেদনা?
ছবি - অন্তর্জাল
সম্পাদক
সৃজন ব্লগজিন
প্রণয়ের জলে
=======
উন্মাদীনি মগ্নতার আড়ালে লুকিয়ে রাখা
আকন্ঠ তৃষ্ণার্থ পিপাসা, ...
একাত্ন অপলক চেয়ে থাকা সমর্পণে
নিবিড় ধন্য শুধু আলিঙ্গনে ।
সেই প্রথম দেখা গোধুলীর আভায়...
আলো আধারিতে উন্মত্ততা,
কামনার পংক্তি গেঁথে আমার শরীরে
মদকতায় কিছু ঝড় তুলেছিল অতৃপ্ত হৃদয়ে ।
নিবিড় স্নিগ্ধতা ঢেলেছে হাহাকার গভীর আঁধারে
অস্তিত্বে তোমার নাম থাক আকাশের নীলে
বঞ্চিত প্রাণের ব্যথা, বেদনার বিষণ্ণ নূপুরে
ঢেউ তুলে ভেসে যাক প্রণয়ের জলে ।
অনুভুতি
======
অনুভুতি ছাড়া কবিতা হয় না
লুকিয়ে ছাড়া ভালোবাসা হয় না।
আনন্দ ধারায় আরো অনুভূতি চাই
এমনি এমনি সব মিলে না
ঘুম ভাংগলে স্বপ্ন মিলিয়ে যায়;
স্পর্শ মিলিয়ে যায না ।
বিলিয়ে না দিলে পাবার আনন্দ থাকে না
ভালোবাসার একটা চুমুর দাম অর্থে মিলে না
চুমুর মধ্যে ভালোবাসার স্পর্শ অনুভূতি
মুক্তোর মতো ছড়িয়ে থাকে হৃদ পটে
ভালোবাসা নিজেই তার স্বতন্ত্রে মহিয়ান।
ভালোবাসার আরেক নাম হল প্রনয়
প্রনয়ের আরেক নাম হল আলিঙ্গন
জ্বালিয়ে দিলাম পুরানো প্রেমের বাতি
জ্বলুক না, আরও কিছুক্ষন
উজার করে দাত্ত ভালোবাসা........
হবে সৃষ্টি নামবে বৃষ্টি
আর তুমি হবে শ্রী পুজারিনী।
দুঃসহ বেদনা
=======
সোঁদা মাটির গন্ধেও খুঁজে পাবে না
বিষে লীন লখিন্দর!!
করি না মহাশ্মশানে ভয়,
এই দেখো বুকের জমিনে ত্রিশূলের আঁচড়।
ক্ষয়ে যাওয়া পাহাড় কি বলেনি কথা?
অরণ্যের নিস্তব্ধতা শুনেও কি বুঝোনি
দাবানলে পুড়ে গেছে পলাশের ভালোবাসা?
নাকি পঙ্কিলতায় ডুবে
আজও খড়কুটোয় জিইয়ে রাখো
বেঁচে থাকার আশা !
নিমীলিত চোখে অন্ধকার নয়,দেখি আলো।
চারদিকে এত উচ্চরব
ধ্যানমগ্ন সাধুও করে চিৎকার।
প্রকৃতির নির্লিপ্ততা দেখনি তুমি?
নদীর ঢেউয়ে কি দেখনি জোছনা ছাযায়
পুলকিত চাঁদের আত্মহত্যা?
নিঃশ্বাসে কি পাওনি বেচেঁ থাকার স্বাদ?
প্রভাতের সূর্যে কি দেখনি
শিশিরের ঝরে যাওয়া দুঃসহ বেদনা?
ছবি - অন্তর্জাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন