সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

স্বপন রায়





মাধবী সিরাপ-৪১  
................

মাঝখানে  ‘ঝরিছে শ্রাবণধারা...’ কেউ নেই ওদিকে। ফাঁকা জায়গাটায় মাধবী না এলেও মাধবী। যে লিখেছিল, প্রযত্নেঃ পরানসখা, যে কখনো লেখেনি, ফিরে এসো। তখন লেখা হত। মাঝখানে শুধু বিশ্বাস। হে দেবব্রত, সে লেখেনি কখনো। সেও কি মাধবী। অন্ধকার খুলে যে কত কিছু পরতো। নাকি পরছে? তাই এত হাওয়া, স্থাণু।
ঝড়ের রাতে ‘যত্ন’ ভেসে যাচ্ছে, দেখে মাধবীও। খিলখোলা সেই দরজা মাধবীর, আস্কারা ট্রলির। ছুরি, কাঁচি, অ্যান্টিবায়োটিক। রক্ত মাধবীর, যত্নে মুছে দিচ্ছে শেষ জ্যোৎস্না, খুব ধবধবে ছিল যা, নার্সটির যেমন। সঘনগহন মোহ নয় কিন্তু। সামান্য তেরছা আলোয় অচেনা শোক মিশলে যেমন হয়, সেরকম।
শ্রাবণসোঁতায় ঘোলা এই মাঝারিয়ানা আমার। শুধু আমার।
মাধবীর নয়....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন