অপেক্ষারা
(১)
বুক পকেটে সন্ধ্যাতারা তোমার
আমার জানলায় পর্দা প্রতীক্ষার!
(২)
পাথর জমেছে বুকে।
জল তার নিচে পড়ে
হয়েছে পিছল।
তুমি আসবে বলে
শ্যাওলার মতো চৌকাঠে
এখনও ফেলছি কিছু বালু, কিছু চুন।
(৩)
অনুপুঙখে জড়িয়েছি তাকে
ব্যর্থ প্রেম স্তব্ধ হোক আজ।
অপেক্ষারা ফিরুক জ্যোৎস্নায়
ভিজুক দুঃখ বাগানে এইবার।
দাঁড়ালাম পথের ওপাড়ে,
নিজস্ব কুসুম নিয়ে হাতে
এসো নতুন দুঃখ
পরাবো তোমায়, বরণমালা
রুগ্ন গলাতে।
(৪)
দরজায় কান পেতে ভোর
ডোরবেল বাজে রাতজুড়ে।
এখনও বলেনি সে, যাই
কিংবা বলেনি আজ আসি!
হয়তোবা তারও রয়েগেছে
কিছু মায়া -বৃষ্টি ভেজা খাম।
রয়েছে শ্রাবণী সাঁঝবেলা
রয়েগেছে স্মৃতি ভরা যাম।
(৫)
তার চুলে চূর্ণ বসে থাকা
ঠায় কাঁপে পথ চাওয়া চোখ
ক্লান্তিদের বয়স হয় না।
অথবা বয়সের শরীরে ভ্রান্তমন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন