সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

সৌমনা দাশগুপ্ত




রোদের মুখোশ
খুলে নেমে যাই
সিঁড়ি ছিল 
মিছিমিছি 
হাওয়া দিল
জোনাকি উড়িয়ে
খুব হাওয়া ছিল
তাপের ভেতর 
পারদের স্বর
ছলনায় লেখা
কত অক্ষর 
মিছিমিছি
শব্দের লোফালুফি 
হাওয়া এল
তুমিও উড়েছ
খুব সাবধানে 
বাতাসে চুবিয়ে
দিলে এই হাত
স্বরধ্বনি 
সপাটে এড়ালে
চোরচোর খেলা
মাটি আছে ছিল
কিছু এখনও
রয়ে গেছে তার
স্বাদ এই জলে
ফসিলের ভাঁজে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন