সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

কৌশিক চক্রবর্ত্তী


অমৃতপানের জন্য
কৌশিক চক্রবর্ত্তী

এক সমুদ্রমন্থনে ঢেলে দিচ্ছো অবগাহন মেঘ
ঢুলে পড়ছে ব্যস্ত নাবিকের গায়ে-

ইতিহাস ঘেঁটে দেখো
শেষ কবে ভাষা ফুরিয়েছে বলে 
আমি সেজে উঠেছি নিঃস্ব, কপর্দকহীন... 

শুয়ে থাকার একটা নির্দিষ্ট দিক আছে,
অজস্র রোপণের পরও 
সেখানে গজিয়ে উঠছেনা ধান -

শুধুমাত্র প্রতিটি শূন্যস্থান এখনো স্বাধীন;
যেকোনো নিঃশ্বাসে তার বিপণন হবে
এমন কথা আমি দিয়ে আসি নি খোলাবাজারে-

বেঁচে থাকতে গেলে 
আমি খালিপেটে মন্থনের অমৃত ঢেলে নিই গায়ে

এখন একটা দেশলাইকাঠির খুব প্রয়োজন... 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন