সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

জয়শ্রী দাস মন্ডল

        





তুমুল_বৃষ্টি



মেঘ করেছে আকাশ জুড়ে 
বৃষ্টি চাই, তুমুল বৃষ্টি...
এসে ভিজিয়ে দিক সব কিছু।
তপ্ত রুক্ষ মাটি ভিজে গিয়ে সেখান থেকে বের হোক সোঁদা গন্ধ।
গাছের পাতারা ভিজে দূর করুক ওদের মলিনতা।
গাঢ় সবুজে চারিদিক ঝকঝকে হয়ে উঠুক আর‌ও।
রোদের তাপদাহে ধুঁকতে থাকা কুকুরটা একটু স্বস্তির নিঃশ্বাস নিক।
স্বজনহারা ক্লান্ত পাখিটি দুদণ্ড বিশ্রাম নিক কোন‌ও গাছের শীতল ছায়ায়।

বৃষ্টি চাই, তুমুল বৃষ্টি..
এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিক আমার চোখ মুখ।
আমি আড়াল করে রাখা কান্নাগুলোকে বিলিয়ে দেব এক নিমেষে।
আমার সমস্ত অপারগতা, আমার সমস্ত অসহায়তা, আমার মনখারাপের মুহূর্তগুলো 
সব... সবটুকু উজাড় করে দেব বৃষ্টির জলে।
এতটাই ভিজতে চাই, যেন কেউ বুঝতে না পারে তুমুল বৃষ্টির জলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ছিল কিছু নোনা জলের ধারা।

আমি বৃষ্টি চাই, তুমুল বৃষ্টি.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন