সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

শ্রীলেখা মুখার্জ্জী

 



আফসোস

উদযাপনের তেমন কিছুই নাই
হাতের মুঠোয় প্রাত্যহিকীর ভোর
পেলব ঘাসে আরাম খোঁজাটাই
আগল খুলে উদোম হাওয়ার জোর

পূরবৈয়াঁয় জুঁইলতাটির দোল
থমকে গেছে দিন পেরিয়ে রাত
ফুল ঝরিয়ে বিষাদমগ্ন কোল
নিমগ্নতায় গভীর গিরিখাত

বর্ষা ছিল নিবিড় ব্রীড়া স্নান
বর্ষাতিতে মুখচোরা সেই তাপ
ছিল মুখর বাদল দিনের গান
মিইয়ে যেত ক্যাপুচিনোর কাপ

এখন কেবল রাত মোহনায় দিন
ঋতুরা সব রেলিং ছুঁয়ে চুপ
মেঘ যে এখন গল্প কথা হীন
ঝরার নেশায় জলফোঁটা টুপটুপ

বারান্দাতে অস্তগামী রোদ
দীঘল ছায়ার মর্মে পিছুটান
কী জানি কোন ধার হলো না শোধ
সব খুইয়ে বৃথাই মাপি ধান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন