সংগীত
যে অন্ধ মেয়েটি শিখেছে গান। সারে গা অথবা মা তে থমকে দাঁড়িয়ে রইল বিকেল। চিঠি আসতে পারে। আকাশে মেঘ। আর তিনটে চব্বিশ বাস। হর্ন বাজলো। মেয়েটির নাম রেণুরানী আদক। ইস্কুলে নাম নেই। দুপুর গড়ালে ঝিঁঝিঁ চাদর খোলে। কালভার্টে দাঁড়িয়ে পড়া যুবক। গোঁফ উঠেছে। গোপনে সেদিন বুকে পেড়েছে হাত। ঘোরানো হাত। সঠিক পুরুষ নয়। সদ্য ওঠা গোঁফের মতো নরম। রেণুবালা কি গান রেখেছো বুকে??
স্তন নেই,
আদিঅনন্ত আনন্দলীলা বাজে। সংসার নেই। রেণুবালারা অন্ধ যেমন মানুষ। এসেছে লীলায় বাঁধন তেমন নয়। বাজো সংগীত। অন্ধ এ বুকে বাজো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন