সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মধুমিতা বসু সরকার





১। আলমারি ভর্তি সারিসারি জামা কাপড়ের নিখুঁত ভাঁজে তুমি কি ভীষন ভাবে প্রকট -
অথচ কাছে থাকার সময় অভ্যাসে তোমার গায়ে মনে রাখার মতো কোনও ঘ্রাণ --
অলিখিত চুক্তি ছিল কেবল -

২।  দুপুরগুলো এত দীর্ঘস্হায়ী কেন?
এতো অপেক্ষার পর হাঁপরের শব্দ বুকে
বৃষ্টিতে সব টুকু ভেজেনা -
স্মৃতি কি কখনোও ধুয়ে ফেলা যায়? 

৩। বিরহ লিখি, যে কথা কাউকে বলা যায়না মুখে
ভাগ্যিস শব্দ ছিল, তাতে অর্থ বসাই -

  ৪।   নিঃসঙ্গতা! সব মানুষের  
ক্রমাগত একা হয়ে যাওয়া
বেলা অবেলায় কিছু কি পাওয়ার থাকে -
নিবিড়ে স্বজন বিয়োগ, শোক, তাপ
কবিতার  আঙ্গিক জুড়ে আবহমানকাল --

৫।  প্রথম চুম্বনের স্মৃতি তেমন মনোগ্রাহী ছিলোনা জ্বরতপ্ত ঠোঁট 
প্রেমের অসুখ বোঝার মতো বয়স হয়নি তখনোও
অতর্কিত,
যে কোনও বিপ্লবে আবহাওয়ার পুর্বাভাসের মতো কিছু সংবেদ --
তোমার বাহুবলে আমি ডানা ঝাপটানো পক্ষিশাবক - জোরপূর্বক  যাওয়ারকালে 
কোনও সুখস্মৃতি রেখে যেতে পারোনি -- 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন