সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

পৌলমী ভট্টাচার্য

 


সূক্ষ্ম দ্বীপ, আমি এবং নান্দনিক ভূগোল



আদবকায়দা মেনে ঘর বাঁধা যায় না ... 

এমনটাই স্বপ্ন জড়ানো দ্বীপে গচ্ছিত থাকে বিস্তর নুড়ি সংলাপ ।

'ভালবাসা বলে কিছু নেই?'

প্রশ্নহীন সাম্রাজ্যে অজানা চিহ্ন নিষিদ্ধ ; -- বক্তব্য আত্মিক যুবরাজের।

তার পকেট ভর্তি উদভ্রান্ত বর্ষা,
চুলে চুলে হাঁটে পদাতিক সন্ন্যাস।
বালিকা-বেভুল বেশে মেঠোচারিণীর কুসুম কুসুম প্রলাপ যেন সারং ঘরানায় দৈবাৎ আলোর বিপর্যয়;
তবু, অশিক্ষিত এবং উড়নচণ্ডী নুনের ভিড়ে মিশে যায় কবি পরিচিতি ।
এখানে তেমন কানপাতা দায় হয় নি আজও অথচ মৌমাছিদের সংসারে সাজানো আছে সবুজ বনবিবি।
বাহানায় তুমি দূরে যাচ্ছ সমুদ্দুর...
নির্জনতায় হাসে সূক্ষ্ম দ্বীপ ,
                                  আমি এবং
                           নান্দনিক ভূগোল।

স্বাধীন চেতনার বশে ভালোবেসো না যেখানে নাক দুল হাতিয়ে নেবে শ্মশান-বিভূতি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন