সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

শঙ্খ মিত্র

 


 দোলাচল



বাঁশপাতার ফাঁকে ফাঁকে যেভাবে গলে পড়ে চাঁদ
সম্পর্কের ভেতরে ঝরছে (বিষ ও শ্বাস) বিশ্বাস
পেছনে ছাড়া পড়ে গেল যে ঐশ্বর্য
তা আসলে সালঙ্কারা অপরাধবোধ
এখানে মুহুর্মুহু বদলে যায় হাওয়ার অভিমুখ
পথ চলি সন্ত্রাস গুনে গুনে

যে পানকৌড়ি বসে আছে শান্ত জলের পাশে
তার ডানায় ডানায় খোদিত জিজীবিষা
সে জানে সময়ের আবহমান স্রোতে গা ভাসানোর কৌশল
অথচ মানুষই কী অদ্ভুত
শরীরের গলিপথ জুড়ে সর্বস্ব দোলাচল
শোক বিহ্বল জরা
একটা পবিত্র নদীর আশায় বসে থাকতে থাকতে
অযুত বৈপরীত্য নিয়ে পার হয়ে যায় কালানুক্রমিক সেতু






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন