সংখ্যা মাত্র
তুমি তো বিনীত
কিছুই পারিনা
অথচ বলয়ে থাকছ, খাচ্ছ
কোদালে মেঘের উদার আকাশ দেখছ কিন্তু
পার না তো ফলে কোদাল টাননি
ফলত কোদাল আমাকে নিয়েছে
আমি তো সংখ্যা মাত্র!
কবে যে নিয়েছে!
সে তবে থেকে এ উদার আকাশ কুপিয়ে
কী জেদে বর্ষা এনেছি — ভেপসে পোড়াব।
পুড়লে মাংসে যে স্বাদ —
লালার আদিম স্মৃতিতে উথলে উঠলে
কী হবে তোমার কে জানে!
সকলই কোদাল এবং খোদার ইচ্ছা…
আমি তো সংখ্যা মাত্র!
বিনয় শিখেছি তোমার কাছেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন