সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

গার্গী সেনগুপ্ত

 


বৃষ্টি হোক



বৃষ্টি একা হোক  তবুও দেখা হোক
চাওয়া তো এইটুক

অস্ত যায় যাক কিছুটা রেশ থাক
সে ভালোবাসা হোক

ইচ্ছে থাকে থাক গভীর ফিরে পাক
অথই মন ভার

এইতো শূণ্যতা মেঘের মনে ব্যথা
হয় তো হোক না

রঙ তো ধূপছায়া  তারার বুকে মায়া
স্পর্শ ধুয়ে যাক

হাওয়ায় স্মৃতি থাক শ্যাওলা ফিরে পাক
পুরনো বাথটব

বৃষ্টি উপশম  মেঘের বুকে ওম
গন্ধ রেখে যায়

স্পষ্ট অভিমান ম্যাজিক জলস্নান
ঝাপসা করে দেয়।

অস্ত যায় যাক, কিছুটা রেশ থাক
সে ভালোবাসা হোক

বৃষ্টি একা হোক  তবুও দেখা হোক
শ্রাবণ অপরাধ

ইচ্ছে থাকে থাক গভীর ফিরে পাক
অযথা মন ভার।
-----------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন