সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

স্বপন রায়

    





বকপাতি 

.......................................

কী ঠাণ্ডা তোমার মুখ

শরীরও

যে শরীর শীতলপাটির


কে যেন সব ছেড়ে পড়ে আছে

                        কে যেন ছেড়ে দিচ্ছে বলে অফস্টাম্প

যত ঘুম বাঁ-দিকে

যত জেগে ওঠা ড্রাইভ ডানদিকের কোণায়

ঈলতুঁতে তিল

                 

বল ছেড়ে দিই

ধরে আর কি হবে যখন সেলাই তাকিয়ে আছে 

                         কাজ করার সময় আছে আছে

লম্বা নাইটশিফট

চা

বিয়ারিং-এ সাপ্টানো বল 

জ্যোৎস্নাক্যাঁচালে

শাদাটে


এল কারুবাসনাময় শীত

কারখানা

চাখানায়

ঠাণ্ডানিদান শুধু 'যেদিকে দুচোখ যায়'

কুয়াশায় 


কোনও মুখই আর সীমানা হতে চাইছে না...


.....

হাতপাতি

....

বাড়ি ফেরার দিকে ঘর 

ঘর আবার বাসাও

মালঞ্চ, দেখি মালঞ্চের বেড়া


তোমাকে না দেখেও তুমি

আজ ডুবছে আমার সব

এই লক্ষীট্যারা কিওস্কে

আমি মুছে দেয়া আমি আবার কিভাবে বেড়া আর সজনেছায়া

তুমি আর রোলকল ‘তুমি আজ কত দূরে’ হ’য়ে

স্টিম


ঝিকঝিক রোদের আধারে ওড়া দুপাট্টা

আজও হাওয়ায়

ঘরে বাসায় বাড়িবাড়িতে ওড়ে

পাখি হয়


আমি

আমার রাইফেল চলল চলল

দরজা বন্ধ ছিল

ফেরার কথাও তো ছিল

আমি নক করছি করে যাচ্ছি

করেই যাচ্ছি

এখনো...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন