স্বপ্ন
আলোকবর্ষ অতিক্রম করেও আলো আসে।
ছুঁয়ে থাকে। কখনওবা মায়ের আদর হয়ে স্নিগ্ধ জ্যোৎস্না। জড়িয়ে ধরে।
দুঃখভাবনার গায়ে লতানো গুল্মের মত লেপ্টে থাকা ভয় থেকে কোনওমতে পাশ কাটিয়ে এগোতে গিয়ে মুখোমুখি হই স্বপ্নের।
আমার বন্ধুর নাম স্পর্শ। ধর্ম অস্পৃশ্যতা। আমি হাত বাড়ালেই স্পর্ধা চোখ রাঙাচ্ছে। দেখো ভুল। দেখো ভুল করছি বারবার আর ভালোবাসা প্রতিশোধ নিচ্ছে। ফুরিয়ে যাওয়া পর্যন্ত যতটুকু জ্বালানি। নিজস্ব। তার ওপারের আগুন নিয়ে খেলা করছে। হাসাহাসি করছে সময়।
বর্ষা বাড়ন্ত হলে লেখার ওপর ঝরে পড়ছে মায়ের চোখের জল। যার নিকট নেই। দূর নেই। সবটাই শুধু আছে। সূর্যের মত চিরসত্য হয়ে।
তবু অন্ধকার
লুট করছে আমায়।
----------
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন