হঠাৎ সবই শীতের মতো এল
হঠাৎ সবই শীতের মতো এল ।
পাহাড় থেকে দেখতে পেলাম খাঁই,
কুয়াশাহীন তেন ও ত্যক্তেন…
আমার তুমুল পশুপাখির চাই ?
খাচ্ছে ওরা ! চাটছে ওরা স্বাদ ?
ওদের ছায়া অবশ্য উদ্বায়ু ।
স্পষ্ট আলোর জন্যেও সংঘাত
বাড়ছে বলে সতর্ক হয় স্নায়ু…
তারপরে ঢেউ পাল্টে দিতে এল
ভূতের মতো অসংখ্য হাত-ঘড়ি…
এইখানে তোর বহুত্বে উদ্বেলও
বুঝতে পারে সমস্ত মঞ্জরী !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন