• চিহ্ন
'বন্ধু' শব্দটি খুবই সহজ-সরল ও শান্ত।
গ্রামের জলভরা মাঠে
নিবিড় আবেগপ্রবণ গতি তার চর্চা
ভীতুরোমাঞ্চিত অনিশ্চিয়তা তার ডুব
অমরত্বের টলমল মঙ্গলগান তার প্রতিরক্ষা
সান্নিধ্যের স্পর্শকাতরতা, তাকে
অসমাপ্ত ফুলের মালায় অনুগত করে
শুধু, মাঝে মাঝে
দগ্ধ কিছু শব্দের দৈত্যশালী আক্রমণ
চিহ্নের পরাক্রমী রূপময়তাকে বন্দি বানায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন