সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

অর্ঘ্য নাথ


 বৃষ্টিহীন সেই ছেলেটি 



লড়াইটা কেউ দ্যাখেনা
দ্যাখে দৃশ্যমান সুখ,
রক্তটা কেউ দ্যাখেনা
দ্যাখে লক্ষ্মীঝাঁপি মুখ।
কীভাবে একটা ছেলে বৃষ্টিহীন
একা বড় হয়,
ভেজা চোখে গোসাপের গর্ত দেখে
পেরিয়ে যায় মেঘলা কাদা মাঠ,
একটা জগৎ তৈরি হয়
নিজেদের একটা বকুল গাছ -
কেউ সেটুকু দ্যাখেনা।
শুধু আগুন আরো আগুনে মরে
অসভ্য গ্রীষ্মে ফুলে ফুলে ওঠে -
কোন ম্যাজিকে ছেলেটা
বড় গাছে ফুল ধরায় 
স্বরবৃত্তে বৃষ্টির দেশ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন