সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

শীলা বিশ্বাস

 


 বর্ষা যেমন লেখায়

      

এই যে সারাদিন তুমি ঝরছ কবিতায়

আমার কি দোষ বলো

যদি প্রেম পায়

 

প্রেমের আয়ু নিয়ে ভাবি না

মুহূর্তটুকু ধরি

 

 

এই রিম ঝিমে

রেট্রো করে ভাইরাল আমরা

অমিতাভ মৌসুমী

 

বয়স কে মনে রাখে!

 

 

গাছে কদম ফুটে থাকলে

আড়ালে কেউ বাঁশি বাজায়

কেন যে হঠাৎ পড়ে গিয়ে

 

থেতলে যায় প্রেম!

 

 

 

রাস্তার জমা জলে

স্কুল বেলা ফিরে আসে

 

আগে পিছে দেখে নিয়ে

একবার ছিটিয়ে দিই

 

আশির দশক ঢুকে আসে জলপথে

 

কথা না শুনলে

বজ্র হুমকি দেয়

কাকে!

আমাকে নয় তোমাকে নয়

 

পৃথিবীকে

 

 

 

 সাদা কালো হট সিনে বিদ্যুৎ চমকাতো খুব

 সেই থেকে বিদ্যুতে নাবালক ভয়

 

দূরের গ্রামে বৃষ্টি হয়েছে

ঝরনা ফুলে উঠছে

তোমাকে দ্বীপ বানিয়ে ঘিরে ধরতে পারে

 

কিছু রূপ দূর থেকে সুন্দর




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন