বর্ষা এলেই
বুঝতে পারিনি বিকেলের শেষে ফর্সা আকাশ জাগবে,
সকালের সেই কান্না-চোখ যে পাল্টাবে ভাবা যায়নি।
আমার তো ছিল বান্ধবদের মহলা যাবার দায় ---
কিছুই হল না , শুধু একা ঘরে নগ্ন নিজের নাচ।
বর্ষা হলেই মনের ভেতর আকাশ ভাঙার পাট,
প্রহরে প্রহরে জর্জর করে সুখশরীরের যোগিনী।
সেই তো একদা শিখিয়ে দিয়েছে নীললালরংবাহারে ---
বৃষ্টির জল ঘরে ডেকে এনে শয্যাপ্রচার খেলতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন