সম্পর্কের উষ্ণায়ন
বিশ্ব উষ্ণায়নের মতো বাড়ছে সম্পর্কের তাপমাত্রা ,
শৈশবের নিরেট নির্ভেজাল সম্পর্ক কাঁচের ঘরের মতো ভেঙে গেছে,
হ্যাঙারে টাঙানো ব্যথা আমরা ঝেড়ে পুছে গুছিয়ে রাখছি মনের আলমারিতে,
আমাদের ভেতরের রক্ত ক্ষরণ লুকিয়ে রাখছি গ্ল্যামারাস প্রোফাইল পিকচারের চমকে,
প্রকৃতির গভীর অসুখের মতো দূরত্বের অসুখ পিছনে ফেলে লং ড্রাইভে ছুটে চলেছি.......
এর শেষ কোথায় আধুনিক বিশ্ব জানেনা,
সুখের ওপর জি এস টি বসিয়ে মূল্যায়ন করছি সময়ের।
মায়া শব্দটা ডিকশনারি থেকে মুছে দেবার চেষ্টায় একে অপরকে অতিক্রম করে চলেছি .........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন