ভাসান
প্রতিটি বর্ষাই প্লাবন সম্ভবা...
যত বার ভিজে গেছি
হাবুডুবু,হাবুডুবু
জল থেমেছে ঠিক নাকের নীচটিতে এসে।
প্রতিটি বর্ষাই বড় বেশি প্লাবন সম্ভবা।
করতলে গন্ডুষ করেছি জল।
আচমনে পরমান্ন আঘ্রাণ, তবু
হাবুডুবু,হাবুডুবু... প্রাণ!
শ্বাস বায়ু গেল বুঝি ভেসে...
ওষ্ঠাধর প্লাবিত নিরুদ্দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন