সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বৈদূর্য্য সরকার

 


অপ্রচলিত 





কার সাথে হয় ভাব কাকে ছোঁড়ো ঢিল
সব জানতে পারলে জীবন অন্যরকম হতো,
'বৃষ্টি আসলে ঠিক নদীতে ভাসাবো সাধের নৌকা...'
এতো পর্যন্ত লিখলে কেউ বলবে এসকেপিস্ট ;
কত কাজ পড়ে আছে, হয়নি যা কথা হয়েছিল
ব্যর্থতা পাহাড় জমে হারিয়ে গেছে বাঁচার পথ ।
কার সাথে বৃষ্টি সন্ধে কতদূর একসাথে হেঁটে 
বহু ঠেক ঘুরে অনেক ঘাটের জল; সংসার সফরে
থমথমে মেঘ আর রিমঝিমে পেগ বললেই
কেমন যেন একটা অন্তঃমিল, 'লিরিক প্রবণ
হওয়ার বয়স কি আছে' বৃষ্টিদিনে প্রশ্ন ছিল, 
প্রশ্ন ছিল অনেকরকম যৌবনে মনকেমন 
প্রতিদিন আশায় থাকা তোমার ; যুগ পার করে
উত্তরের অবকাশ হয় না কারোর আজকাল। 
চিৎপুর সন্ধে ট্রাম ফিরিয়ে আনে কি মন্ত্রবলে
রয়্যাল থেকে যেই আমরা চাঁব খেয়ে বেরিয়েছি
বৃষ্টি নেমে পড়ে, আতর অতীতে হলুদ ট্যাক্সি ভরসা
কথা ফুরিয়ে এলে দেখেছি কোথায় হারায় মায়া। 
বৃষ্টিদিনে রবিঠাকুর খিচুড়ি ছাতার বাহার
সব গিয়ে প্যাচপ্যাচে কাদা জুতো প্যান্টে মাখামাখি, 
বুঝতে পারি বৃষ্টি হাঁটার দিন ফুরোলে এমন 
বিরক্তিকর লাগে নিজেকে, ক্যাসুয়াল লিভ কিংবা
ঘরে বসে বৃষ্টি দেখার ইচ্ছেরা ক্যাপসুল গিলে
নিত্যদিন নিম্নচাপে খরচা করে গোপন কথা,
নিরপেক্ষতা আসলে একটা বিরাট বড় ঢপ
বুঝে ফেলার পরেও প্রতিটি মন্বন্তরের শেষে
বৃষ্টিদিনে কতবার তার কাছে পেতেছি দু'হাত,
তারপরে প্রতিটি মানুষ অনর্গল তর্ক করে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন