তিমির অবগুণ্ঠনে
১
ফিসফিস করে এক কলববর্জিত দেহ
#
শরীর কি মাছরাঙা, পোড়া এক বিলাবল ঠাট
পালকের ধারে-ভারে ঝুঁকে পড়া গাছ
#
পাথরযুগের থেকে তিমির রঙের গান
লৌহ আকরের ঘুম ভেঙে যন্ত্রের মর্মর
#
পাতারা এসব ভুলে বারবার ফুটে ওঠে
আকাশের শরীরের তরল সবুজ
২
এ এক পান্থনিবাস, কথা আসে কথা চলে যায়
#
অযথা বিভ্রমে তাকে ভেবে বসি ঘর
আদৌ ঘর ছিল কি দেহের মাঝে
#
দেরাজের ভাঁজে ভাঁজে মৃত টিকটিকি
ভেজা ফসিলের গান, ছায়ার পায়ের দাগ
#
কীটনাশক ছড়িয়ে দিচ্ছি শস্যবিছানায়
পেট্রলে চুবিয়ে রাখি স্বপ্নের হাড়গোড়
#
ঘুম আসে ঘুম নিভে যায়
পাখি আসে পাখি নিভে যায়
৩
সাজানো মঞ্চের থেকে একে একে নেমে যায় স্বপ্নেরা
#
তূণীরে যে তির রাখা সে-ও তাক করে তোমাকেই
আভোগে ও সঞ্চারীতে লেগে ছিলার অহংকার
#
তুলে নাও হলাহল
এ-সাগরে পাথর মাছের বিষবমি
গানে ও লবণে তাকে ভাসাও ডোবাও
#
নজরমিনার থেকে যে তোমাকে আঁধার চেনায়
সেই মেঘটির কাছে রাখা আছে আগুন-পাথর
#
তুলে নাও চকমকি, ঘষা লেগে জ্বলছে অক্ষর
৪
পায়ের পাতায় শুধু আঙরার দাগ, পারঅক্সাইড-ক্ষত
#
একলা ঈগল ভাসে, ভাসে তার ডানার দ্রাঘিমা
তোমার মুখের ছবি তার মুখে
তোমার ছায়ার শব তারই ছায়ায়
#
এসো ওই ছায়াটির কাছে বসে দু-দণ্ড জিরোই
ঢাকাচাপা দিয়ে রাখি ঘামের প্রপাত
হাওয়ায় পেতেছি ফাঁদ, জানি একদিন ধরা দেবে
ঘুমকুঠুরির থেকে আসবে ঠিকই উড়ে অচিন পাখিটি
#
তুমি তাকে শমন বলেছ, আমি বলি শ্যামরায়
৫
ভাষার বাগানে মাছি খুঁটে খায় গহন নির্যাস
#
মাংসের আবরণ খোলো, খুলে রাখো নিভাঁজ অব্যয়
অ-কার ই-কার খুলে শব্দ থেকে বেরিয়ে আসছে
উদোম অক্ষর যত, বোবাগাছে ঝুলছে অক্ষর
#
হাড়িকাঠে নিচুমাথা শুয়ে আছে আমার শব্দেরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন