সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সমিধ গঙ্গোপাধ্যায়

 


 



হিং টিং ছট



মগ্ন রাঙাছুটি

ছাতায় ঢাকা যাত্রাপালা, চোর

মশালঝাড়ু কণাদে উষ্ণীষ

***
তেইশে এলো রাক্ষসের পলি

ডিম্বাণুর স্তনে বর্ষাকাল

শেষনাগের ধ্যান ঝুলছে সিলিং পাখা ধরে

বিষাদ গৃহী

পারঙ্গম নয়

***
রসালো জেদ

একান্তই আমার ভীমরুল

ধাই নাচাও চিতল জ্যোৎস্নায়

***
স্থান তোমার রেশম গুটিয়েছি

বিসংগত আখর হয়ে ফাটো

***
মশকপ্রায় বিকেল চটকানি

সোনারঙের বাছবিচার পটলচেরা খেই

প্রেমিক আজও নিতল প্রস্তাবের শাহরুখ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন