এলোমেলো কথারা...
মনখারাপের অলিখিত সুরে
বেজে ওঠে হঠাৎ ভৈরবী,
ইমনকল্যাণ কবেই নিয়েছে ছুটি
মল্লারের অস্থায়ী জলছবি;
আকাশে এখন বসন্তরাগ ভেসে
যদিও অবকাশে কালবৈশাখী আসে,
গন্ধরাজের পাগলপারা মন
স্নিগ্ধ জুঁইয়ের মাতাল আবেশে:
একটা দুটো এলোমেলো কথা
বুনতে চায় মস্ত উপন্যাস,
কথার পিঠে কেবল কথকতা
দাম্পত্যের নির্মেদ সহবাস;
নাগরদোলার হুল্লোড়ে আব্দার
রাখতে চাইছে মেলার আগুন্তুক-
তবুও আসে রংবেরঙের ইচ্ছে
বাউলকবি যেমন খুশী সাজুক;
কিছু স্বপ্নে অলীক ভাবনা মেশে
কোনটায় বা আগামীর অপেক্ষা ,
হয়তো বা আছে অজ্ঞাত ঈশারা
গোল্লাছুটে পেতেও পারো রক্ষা ;
সম্পর্কের গোলকধাঁধায় শুন্য
বদলায় শুধু তোমার আমার স্বপ্ন,
এক পলকেই সবটুকু অগোছালো
বেঁচে থাকুক স্বার্থহীন যত্ন..
মনখারাপের অলিখিত সুরে
বেজে ওঠে হঠাৎ ভৈরবী,
ইমনকল্যাণ কবেই নিয়েছে ছুটি
মল্লারের অস্থায়ী জলছবি;
আকাশে এখন বসন্তরাগ ভেসে
যদিও অবকাশে কালবৈশাখী আসে,
গন্ধরাজের পাগলপারা মন
স্নিগ্ধ জুঁইয়ের মাতাল আবেশে:
একটা দুটো এলোমেলো কথা
বুনতে চায় মস্ত উপন্যাস,
কথার পিঠে কেবল কথকতা
দাম্পত্যের নির্মেদ সহবাস;
নাগরদোলার হুল্লোড়ে আব্দার
রাখতে চাইছে মেলার আগুন্তুক-
তবুও আসে রংবেরঙের ইচ্ছে
বাউলকবি যেমন খুশী সাজুক;
কিছু স্বপ্নে অলীক ভাবনা মেশে
কোনটায় বা আগামীর অপেক্ষা ,
হয়তো বা আছে অজ্ঞাত ঈশারা
গোল্লাছুটে পেতেও পারো রক্ষা ;
সম্পর্কের গোলকধাঁধায় শুন্য
বদলায় শুধু তোমার আমার স্বপ্ন,
এক পলকেই সবটুকু অগোছালো
বেঁচে থাকুক স্বার্থহীন যত্ন..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন