রবিবার, ১৫ আগস্ট, ২০২১

সুস্মিতা সাহা

                          


১. মূহুর্ত


একটি একটি করে দিন এগোয় -
এগোয় মাস বছর মূহুর্ত।
দু একটা মূহুর্ত আজো বড়ো দামী। 
অনেকটা রক্ত ঝরেছিল যে সেদিন।
স্বাধীনতা! তুমি আজো ভীষণ রকম মূল্যবান। 
কারণ সবাই তোমাকে এখনো পায় নি। 

২.  অপেক্ষা

আদরের নাম ধরে ডাকছি তোমায়,
আজ সে কতো কাল।
দূরবিনের কাঁচ খুব ঝাপসা, 
মুখখানা আবছা - অস্পষ্ট। 
তুমি হেঁটে গেলে কোন সুদূরে -
আকাশ যেখানে হাত রাখে দিগন্তরেখায়-
আমি তো আছিই লবণাক্ত হৃদয়ে 
ঝাঁঝালো গন্ধের চচ্চড়ি রাঁধতে। 
ফিরে এসে হাতে মুখে জল দিয়ে দু দানা মুখে তুলবে তো বিশ্ব পথিক।

৩. বিষ

বিষ- বিষের ছোঁয়ায় কালিদহ আজ নীল -
ডিঙা ভাসাও কোথায় কতো দূরে চাঁদ সদাগর? 
শ্রাবণের পূর্ণিমায় কালো জলে মাথা নাচায় 
সার সার সুগন্ধি পদ্মগুলি - সময় যে যায়। 
যায় সব, প্রাণ যায় - মান যায় - যায় প্রাণের স্পন্দন। তবু আজো হে, একাকী মানব 
লগি তুলে আওয়াজ দাও- কই গো কোথায় গেলি বাছা লখিন্দর?
মানুষের গল্প লেখা হয়েছিল সেদিনই। 
চাঁদের পরাজয়ে মানবের বিজয়কাহিনী।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন