এই সংখ্যার কবি বৈদ্যবাটীর বাসিন্দা। বর্তমানে বি.কম (অনার্স) পড়ছেন গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, কলকাতা থেকে। সাথে চ্যাটার্ড অ্যাকাউনটেন্সিও পড়ছেন।দেড় বছর হল লেখালিখির শুরু। তবে সেগুলোর বেশীরভাগই ডায়েরির পাতাতে সীমাবদ্ধ ছিল। গত বছর নভেম্বরে 'প্ল্যাটফর্ম' ওয়েবজিনে প্রথম কবিতা প্রকাশিত হয়। প্রতি মুহূর্তে ভাবনাকে সঙ্গী করেই কবিতা লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন...
★ লিপস্টিক ★
প্রেমিকার ঠোঁটের এই ক্যাপিটালিস্টিক বস্তু
আমার মধ্যবিত্ত জীবনে তারা খসিয়ে দেয়।
সারাদিন কার্ল মার্ক্স গুলে খাওয়া ছেলেটা
শুধু চুমু খাওয়ার সময় ক্যাপিটালিজম এর
প্রশংসা করে...
কিন্তু, চুপি চুপি.....
★ সিলিন্ডার ★
লাফিয়ে লাফিয়ে প্রতি মাসে দাম বেড়ে যায়
সিলিন্ডার দায়িত্ব নিয়ে মধ্যবিত্তের হেঁশেলে
আগুন লাগিয়ে দেয়....
সেই আগুন নিজের মত জ্বলতেই থাকে,
পরের সিলিন্ডার আসা অবধি....
এদিকে সিলিন্ডার ওয়ালা বাবার সাথে
বকশিস নিয়ে ঝগড়া করে যায় ....
আমরা সরকারের ভর্তুকির জন্য দিন গুনতে থাকি...
★ রিক্সাওয়ালা ★
প্রতিদিন রিক্সায় ওঠার সময় পাঁচ টাকা
করে কম দিই,
পাছে এই পাঁচ টাকা জমিয়ে বাংলা খেয়ে না পড়ে থাকে, এই ভেবে...
একদিন দেখি রিক্সাওয়ালাটা তার মেয়েকে
নোটবুক কিনে দিচ্ছে....
পাশ থেকে দেখি ওর মধ্যে আমার দেওয়া
ফাটা পাঁচ টাকার নোট টা রয়েছে.....
★ টিউবলাইট ★
টিউবলাইট অকারণে জ্বালাতে দেখলে
মা আমাকে বকাঝকা করে....
আমার বিলাসিতা নিয়ে খোঁটা দেয়...
প্রতিবার বকার সময় মনে করিয়ে দেয়
এই মাসের ইলেকট্রিক বিল দেওয়া
এখনও বাকি....
★ র্যাশান ★
অতিমারিতে অস্তিত্ব রক্ষা করতেই হবে
এইভেবে র্যাশান থেকে
দু টাকা কেজির চাল নিয়ে আসি...
চারিদিকে পোকা কিলবিল করে,
বাছতে বাছতে বেলা গড়িয়ে যায়...
ভালো করে বেছে ভাত রান্না করতে হবে,
কারণ, পেট খারাপ হলে ওষুধ কেনার কোনো টাকা নেই....
কবি-পরিচিতি :
প্রেমিকার ঠোঁটের এই ক্যাপিটালিস্টিক বস্তু
আমার মধ্যবিত্ত জীবনে তারা খসিয়ে দেয়।
সারাদিন কার্ল মার্ক্স গুলে খাওয়া ছেলেটা
শুধু চুমু খাওয়ার সময় ক্যাপিটালিজম এর
প্রশংসা করে...
কিন্তু, চুপি চুপি.....
★ সিলিন্ডার ★
লাফিয়ে লাফিয়ে প্রতি মাসে দাম বেড়ে যায়
সিলিন্ডার দায়িত্ব নিয়ে মধ্যবিত্তের হেঁশেলে
আগুন লাগিয়ে দেয়....
সেই আগুন নিজের মত জ্বলতেই থাকে,
পরের সিলিন্ডার আসা অবধি....
এদিকে সিলিন্ডার ওয়ালা বাবার সাথে
বকশিস নিয়ে ঝগড়া করে যায় ....
আমরা সরকারের ভর্তুকির জন্য দিন গুনতে থাকি...
★ রিক্সাওয়ালা ★
প্রতিদিন রিক্সায় ওঠার সময় পাঁচ টাকা
করে কম দিই,
পাছে এই পাঁচ টাকা জমিয়ে বাংলা খেয়ে না পড়ে থাকে, এই ভেবে...
একদিন দেখি রিক্সাওয়ালাটা তার মেয়েকে
নোটবুক কিনে দিচ্ছে....
পাশ থেকে দেখি ওর মধ্যে আমার দেওয়া
ফাটা পাঁচ টাকার নোট টা রয়েছে.....
★ টিউবলাইট ★
টিউবলাইট অকারণে জ্বালাতে দেখলে
মা আমাকে বকাঝকা করে....
আমার বিলাসিতা নিয়ে খোঁটা দেয়...
প্রতিবার বকার সময় মনে করিয়ে দেয়
এই মাসের ইলেকট্রিক বিল দেওয়া
এখনও বাকি....
★ র্যাশান ★
অতিমারিতে অস্তিত্ব রক্ষা করতেই হবে
এইভেবে র্যাশান থেকে
দু টাকা কেজির চাল নিয়ে আসি...
চারিদিকে পোকা কিলবিল করে,
বাছতে বাছতে বেলা গড়িয়ে যায়...
ভালো করে বেছে ভাত রান্না করতে হবে,
কারণ, পেট খারাপ হলে ওষুধ কেনার কোনো টাকা নেই....
কবি-পরিচিতি :
খুব ভালো লাগলো আকাশ এর কবিতা ۔۔লিখে যাও ۔۔আরো লেখো
উত্তরমুছুন