শনিবার, ১৪ আগস্ট, ২০২১

অনির্বাণ দাশ

                           



১।।
অরাজনৈতিক
-----------------------

ক্রুসবিদ্ধ করুন 
অন্ধ করে দিন
গেলাসে হেম্লক
         খাবো এবার । 
কখনো সাঁজোয়া গাড়ি 
কখনো ধর্মকল
আমাকে মারে রোজ 
            দুর্নিবার ।।

তবু বেঁচে আছি দেহে 
মননে মরে মরে
হিদে পীরিতি ঢালে
         দুচার জনা। 
ব্রহ্মাণ্ড কী কেন 
নানা প্রশ্ন নেড়ে 
যাই তো বিছানাতে
          ওঃ আনমনা ।।
------------------------------------
২।।
স্বাধীনোত্তর
-------------------
সন্ধ্যে হলে একা বসি বারান্দায় টুলে।
পাখি ফেরে। গান ধরে বিশুদ্ধ সারঙে
কারা। অমাবস্যা গাঢ়। তার কালি রঙে
লিখি ভবিষ্যৎ কাল। চাঁদ ওঠে দুলে... 

মিছিল স্লোগান পথ সব ভেসে যায়
ভালো মন্দ তীব্র শোক আর চিদানন্দ 
একাসনে হেসে হেসে বিঁধেছে বিদ্রুপে... 
-----------------------------------------------------
৩।।

পথ
-----
বাড়ির চৌকাঠ মাড়িয়েই যেতে হলো

একটি পাখি একটি তারা খুঁজে শ্রম দীর্ঘ 
হেঁটে শেষে তৃষ্ণাজল দ্যায় কৃষ্ণকলি

নিরোধক ছাড়া যতো রমণ বিক্রীড়া
সৃজন আনন্দে ভোর 

সদ্যোজাত কেঁদেছিল গাঢ় অর্গাজমে
ঈশ্বর মানুষ আর পাতাঝরা সন্ধ্যেবেলা
মধ্যরাতে ওঠে যেন জাতীয় পতাকা
------------------------------------------------------



২টি মন্তব্য:


  1. "সদ্যোজাত কেঁদেছিল গাঢ় অর্গাজমে
    ঈশ্বর মানুষ আর পাতাঝরা সন্ধ্যেবেলা
    মধ্যরাতে ওঠে যেন জাতীয় পতাকা" খুব ভালো লাগলো। মরমের আকাশকে স্পর্শ করলো এই অভিঘাত।

    উত্তরমুছুন
  2. খুব সুন্দর কবিতা । কবিকে শুভেচ্ছা ।

    উত্তরমুছুন