রবিবার, ১৫ আগস্ট, ২০২১

সম্পাদকীয়

             


স্বাধীনতার ৭৫ বছরে আমরা পা দিয়েছিl স্বাধীনতা আমাদের নিরাপদ করেছে ঠিকই কিন্তু সাবলম্বী হতে শেখায়নি। দেশের গণতান্ত্রকামী মানুষের রক্তে একদিন স্বাধীনতা এসেছে। তাঁরা চেয়েছিলেন আমাদের দেশকে  নিরাপদ ভাবে রেখে যেতে। সঠিক গণতন্ত্রের পথে হাঁটতে।তাঁদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন দেশে জল ,হাওয়া গ্রহণ করে৷কিন্ত বর্তমান প্রজন্ম বুঝলই না যে কত শহীদের রক্তে, কত ব্যথায় এই স্বাধীনতা এসেছে। স্বাধীনতা মানে মুক্তি৷ স্বাধীনতা মানে উল্লাস। স্বাধীনতা মানে স্বাধীন চিন্তা ও মনন। সেখানে থাকবে না কোনো অন্ধকার, মলিনতা৷ থাকবে  শুধু আলো। বেঁচে থাকার রসদ৷

আমাদের ভাবনার,চেতনায় যেন কখনও শিথিলতা না আসে।মন উড়ে যায় বিহঙ্গের মত ! আমাদের চেতনা আমাদের শরীর থেকে দূরে নিয়ে যায়৷ আমরা উপলব্ধি করি স্বাধীনতার মন্ত্র।

কিন্তু এই ৭৫ বছরের স্বাধীনতায়  এসে আমরা কী স্বাধীন হয়েছি ৷আজও বহু কন্যা ভ্রুণ হত্যা হয় কিংবা কন্যা শিশুকে আস্তাকুঁড়ে ফেলে চলে যায়। নারী ধর্ষিত হয় কিংবা কন্যা শিশু ধর্ষিত হয়। এ কোন স্বাধীনতা ! যা আমাদের শিকড়চ্যূত করে ৷মহিলাদের ডায়নী আখ্যা দেওয়া হয়। স্বাধীনতা কথাকে বিশ্লেষণ করলে দেখব স্ব - অধীনতা অর্থাৎ নিজেকে স্বাধীন করা। আমরা স্বাধীনতা কথার অর্থ সম্পূর্ণ রূপে মননে,চিন্তনে প্রবেশ করাতে পারিনি। আর এটাই আমাদের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা ছেড়ে যত সহজে  আমবা  বেরোব ততই জাতির উন্নতি ৷ আমরা যত এগোব দেশও তত এগোবে৷ এই ভাবনা থেকে যত মুক্ত হব ততই উন্নত হব।

আজ ১৫ ই আগস্ট ।তাই এই সংখ্যার বিষয় স্বাধীনতা ও মনন৷"সৃজন " সর্বদাই বিষয়ভিত্তিক করে । আর এই বিষয় নির্বাচনে সর্বদা স্বকীয়তার দাবী রাখেl "সৃজন "" স্বাধীন চেতনা ও মনন " সংখ্যায় যারা কলম ধরেছেন সবাইকে ধন্যবাদ ।সৃ প্রকাশনের একটি শাখা " সৃজন" অপরটি " আমার সৃজন" ৷ আমার সৃজন মুদ্রিত সংখ্যা। আমার সৃজন শারদীয়া সংখ্যার বিষয় " যৌনতা " ৷যেটি প্রকাশ হবে শীঘ্রই। সবাই খুব ভালো থাকুন ,সৃজনে থাকুন।

পারমিতা চক্রবর্ত্তী
সম্পাদক 

চিত্র- জয়ীতা ব্যানার্জী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন