মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

তাপসকিরণ রায়

সনাক্ত


কচুরি দামের মাঝ থেকে যে মাছ লাফিয়ে আবার জলে পড়ল
তার তেলাল শরীর দিয়ে তুমি শিল্প এঁকে ছিলে
স্থানে স্থানে শ্যাওলা শয্যায় কিছু লাল নীল মাছ তোমার একিউরিয়ম  
তোমার মত সজ্জা বিন্যাসে দেখেছো জিনিসগুলি কোনটা কোথায় থাকে
তাই জলের গভীরে রেখেছি তোমার ঝিনুক
তাতে মুক্তা সঞ্চারিত হচ্ছিল বুঝি
আলট্রাসাউন্ডে ফুটে উঠল নবকেতন
একটা যন্ত্র যদি হত কতটা ভালোবাসা তোমার গভীর বুক
যন্ত্রমাপে যদি ধরা যেত--সেখানেও মেঘ হতকুয়াশাচ্ছন্ন,
বুঝে কষ্ট হত তাতে কতটা কষ্ট ব্যথা ধরা আছে তোমার।
বিরহ ছেনে ছেনে কিছু কুয়াশা হয়েছে,
দৃষ্টির স্পর্শে শনাক্ত হয়েছে ঝাপসা কান্নাতুমি লুকিয়ে রেখেছ
খাপ খুলে ঠিক ঠিক মিশাতে পারোনি বলে
তুমি সেই গাঢ় কথা কাউকে বলতে পারোনি
অথচ ঠিক পাশটিতে যে ছিল সেই ছিল তোমার সবচে আপন   
তবু তুমি খুলতে পারো সে বেদানা চোখ
সে আপন টলটল লাগা জল
তবু তুমি জনান্তিকে কথা বল,
আমি ভাবি ভালোবাসা।
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন