মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

শর্মিষ্ঠা দত্ত


#আত্মজন 

ফোনের ওপারে মিতুল তখনও বলে যাচ্ছিল ...
- মা আমি  ইউ-এস সিটিজেনশিপটা পেয়ে গেলেই  একটা বড় বাড়ি কিনে নিয়ে আসব তোমায় ...

দেবশ্রীর কানে ভেসে আসছিল  জলপাইগুড়ির শ্বশুরবাড়িতে  নিজের তিরিশ বছর আগের কণ্ঠস্বর ...
- মা , আপনার ছেলের প্রমোশনটা  হলেই  একটা বড়  ফ্ল্যাট ভাড়া করে  আপনাকে কলকাতায় নিয়ে আসব l 

প্রণতির কলকাতায়  আসা হয়নি ...দেবশ্রীরও কি .....


শূন্যতা
__________

ধূসরতামাখা বিবর্ণ  ক্যানভাসে 
জলরঙে আঁকি বিষাদের আলপনা 
জানলার কাচে সাদা কালো সিল্যুয়েট 
আঙুলের কোণে জমে ওঠে  জলকণা 

পোষা অবসাদ অলস দিনাতিপাতে 
একা বসে লেখে জীবনের মনোটনি 
ঘন মেঘে ঢাকা নষ্ট চাঁদের গায়ে 
ছুঁয়ে ছুঁয়ে যায় মিয়াঁমল্লার ধ্বনি...




1 টি মন্তব্য:

  1. ভীষণ সুন্দর কবিতাটি।
    শেয়ার করলাম।
    সেই অনুযায়ী একটা
    ক্যানভাসও জোগাড় করলাম।
    অনেক শুভেচ্ছা রইল !!

    উত্তরমুছুন