এ আলোয় ।।
জোড়া শালিখ এসে বসেছে সোনালী রোদ ইচ্ছের ওপর
যদিও বৃষ্টি এখন অপ্রাসঙ্গিক পাণ্ডুলিপি
স্বপ্নের আয়জনে সিঁদ কাটে সময়
ঘুঘু নেমে আসছে
এভাবেই সরে যাচ্ছে পদরেণু বালি
ঝুঁকে পড়া বাঁশ দেহে কাক যন্ত্রণা
জোড়া তালি দিতে দিতে প্রস্থানের পথ
কালো শরীর এঁকেবেঁকে ঢুকে পড়ছে শিল্প সংসারে
এইসব সোনা সোনা আলো চোখে ভরে নিলে
রামধনু আকাশ সাজে
যদিও কচু পাতায় শিশির চিক্ চিক্
গড়িয়ে পড়া আশার বেসাতিতে জীবনের আয়োজন
তুমি কি নবান্নের কথা ভাবছো এখনও ?
জোড়া শালিখ এসে বসেছে সোনালী রোদ ইচ্ছের ওপর
যদিও বৃষ্টি এখন অপ্রাসঙ্গিক পাণ্ডুলিপি
স্বপ্নের আয়জনে সিঁদ কাটে সময়
ঘুঘু নেমে আসছে
এভাবেই সরে যাচ্ছে পদরেণু বালি
ঝুঁকে পড়া বাঁশ দেহে কাক যন্ত্রণা
জোড়া তালি দিতে দিতে প্রস্থানের পথ
কালো শরীর এঁকেবেঁকে ঢুকে পড়ছে শিল্প সংসারে
এইসব সোনা সোনা আলো চোখে ভরে নিলে
রামধনু আকাশ সাজে
যদিও কচু পাতায় শিশির চিক্ চিক্
গড়িয়ে পড়া আশার বেসাতিতে জীবনের আয়োজন
তুমি কি নবান্নের কথা ভাবছো এখনও ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন