"জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবেনা
লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেওয়া নেওয়া পূর্ণ হবেনা"
লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেওয়া নেওয়া পূর্ণ হবেনা"
জীবন মানেই খোলা খাতা ৷কিছু কথা থেকে যায় কিছু শেষ হয়ে যায় কিছু লেখা হয় না কোনদিনই ৷ এই খাতার রঙ হলুদ , সাদা কিংবা কালো হতে পারে ৷ শৈশবকাল থেকে যার রচনা সূচিত হয় সেই দাগ ঢেউয়ের উজান বেয়ে কোথায় যে গিয়ে শেষ হবে তা জানা নেই কারোর ৷ এক জীবনে বোধহয় কারোর দেওয়া নেওয়া সম্পূর্ণ হয় না ৷ বোধহয় না কখনই পরিপূর্ণতা পায় না দেওয়া নেওয়ার হিসেব ৷ যা পেলাম তা কতটুকু আমার ৷ কিংবা যা আমার তা সত্যিই কি আমার ! কোনদিন আমার ছিল , কখনও আমার হয়েছে । জোর দিয়ে বলাটা সত্যিই বড় কঠিন । এই শাক ,ভাত মাখা জীবনে কোন কিছুর জোর যেন পাওয়া যায় না ৷ জীবনের চোরাপথ দিয়ে হেঁটে যায় কিছু দেওয়া নেওয়ার হিসাব ৷
কতটুকু হাঁটব আর কতটুকুই বা বাকি এটা বুঝতে বুঝতে লেগে যায় সমস্ত জীবন ৷তবুও বোঝা হয় না কিছু ৷বোঝা বা ভার ৷ এ বড় কঠিন বস্তু I নিজে এর দায় বহন করা কঠিন আবার অন্যকে দিয়ে তার নিষ্কৃতি নেই I পুরোটাই জং ধরা তালায় সবুজ গাছের উত্থান । জং খুলতে খুলতে গাছ বড় হয়ে যায় । ধার বাকি জীবনে সবই ইতিহাস ভুলে ভবিষ্যতের হাত ধরে চলা ৷ কিন্তু ভবিষ্যত কি তা কি আমরা জানি কিংবা ভবিষ্যতকে সুনিশ্চিত করতে পারি ৷ বোধহয় না ৷ এই লুকোচুরি চলে নিরন্তর ৷ তার আড়ালে চলে দেখা না দেখার আদর । সোহাগ । নরম ছোঁয়ায় হিসাবের গড়মিল হয়ে যায় । কিন্তু তবুও পথ চলতে হয় ৷ আমাদের নামতা পড়া জীবনে একঝলক খুশির ছোঁয়া নিয়ে আসে " সৃজন " ।
"সৃজন" আপনাদের একমাত্র আপনাদেরই ৷ যে ভাবে সৃজনের পাশে ছিলেন তেমনই থাকুন ৷ ভালোবাসায় থাকুন I সৃজনে থাকুন Iলেখা পাঠান আমাদের ইমেইলে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন