মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

-শুভশ্রী সাহা



সাজে বনেদিআনা


দেখা শব্দটি ভীষন আপেক্ষিক। আজ যাকে খুব সুন্দর লাগছে কাল নাও লাগতে পারে, মানে প্রথমদিন দেখে যাকে সুন্দরী লেগেছে পরের দিন তাকে দেখে মন বলে উঠল, দূর কই সুন্দর! এ দেখার অঙ্ক বড় জটিল।আসলে এই যে ভিন্ন দৃষ্টিভঙ্গি এলো দেখার কারনে,  এর একটা বড় কারন
শৃঙ্গার। সোজা বাংলায় সাজগোজ। আপনার ব্যক্তিত্ব কে একমুহুর্তে জলো করে দিতে পারে ভুল সাজ।আবার সাজিয়ে দিতে পারে একদম অন্যরকম। শরীরের গঠন প্রায় এক সকলের হয়ত মুখস্রী গায়ের রঙ আলাদা হয়ে যেতে পারে একটু আদ্রু, কিন্তু পারফেক্ট সাজ আপনার অনেক ত্রুটি ঢেকে দিতে পারে। এই প্রসংগে বলি, বয়েস সাজে একটা বিরাট ভুমিকা গ্রহন করে।রবীন্দ্রনাথের পাশে প্রতিমা দেবীকে দেখুন কি শালীন লাগে ছবিতে, বিজয়া রায় সত্যজিত রায়ের পাশে এরা কেউ বহু সময়ে রঙ্গিন শাড়ীও পরেন নি। বয়সো চিত সাজেই তারা শ্রেষ্টা। ইন্দিরা গান্ধী জীবনেও শাড়ি ছাড়া কিছুই পড়েন নি, তাতে কি তার ব্যক্তিত্ব রাশ পেয়েছিল, তিনি ভারতের প্রতিভূ ছিলেন দেখেই বোঝা যেত। অথচ লোকে তাকে প্রিয়দর্শিনী ডাকত। সাজে বনেদিআনা বড় প্রয়োজন অথচ লোকে উলটোপথে ঘুরছে। সাজ গোজ আপনার ব্যক্তিত্ব  আপনার শিক্ষাদীক্ষা এবং আপনার অস্তিত্ব কে প্রেজেন্ট করে। ধরা যাক আপনি শিল্পী মানুষ

আপনার সাজের রুচি এবং বোধ শ্রোতার সাথে সেতু তৈরী করে নেবে সহজেই। আপনাকে সেক্ষেত্রে যেমন চাইছে দেখছে তেমন ভাবেই তৈরী হলে আপনি সার্থক। আপনি চিকিৎসক  উকিল শিক্ষিকা আলাদা বোধের সাজ আপনার জন্যে।মোটামুটি চল্লিশের পর বিশেষ করে পঞ্চাশের কোঠায় ঢুকলেই আপনার জন্যে বনেদী সাজগোজ রেডী। সেই সময় উগ্র মেকাপ রঙ্গিন চোখ ধাঁধানো শাড়ি, ঝোলানো দুল বিশেষ করে ড্রেস নৈব নৈব চ।

সুন্দরী বা সপ্রতিভ হতে গেলে  দেখানোবাজির স্টাইল করলে হবে না। হৃদয় থেকে তৈরী হতে হবে। নানাবিধ শাড়ি এখন বাজারে তাদের সাথে যথাযোগ্য সাজগোজ করলেই আপনি তৈরী। বয়েসের ভার যদি মুখেই বসানো থাকে তাহলে কি সাজগোজ হয় আসলে! সোনার গহনার জুড়ি নেই অল্প সল্পতেই আপনি দেবী হয়ে উঠবেন। কাদম্বিনী দেবীর কুঁচি দেওয়া ব্লাউজ, ব্রোজ দেওয়া ছিপ ছিপে শরীর,  জ্ঞানদা নন্দিনী দেবীর পরা কুচোনো শাড়ি  সাজের জগতের মাইল স্টোন। পরবর্তী ক্ষেত্রে ইন্দিরা দেবী,  নন্দিতা কৃপালিনী প্রতিমা দেবী লেডী রানু মুখার্জী এক সে বড়কর এক ছিলেন। সে বনেদীয়ানা চালিয়েছেন অমলা শঙ্কর,  রুমাগুহঠাকুরতা মমতা শঙ্কর,  অপর্না সেন শর্মিলা ঠাকুর রাখীগুলজার এদের কথা বলতেই হয়। চলচিত্র জগতে থেকেও এনারা নিজস্ব স্টাইলে চলেছেন বরাবর। মনে রাখবেন আপনাদের রুচিই সাজগোজে বনেদীয়ানাই আভিজাত্য বহন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন