মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

সুমনা দত্ত




হাসপাতাল


কতবার মন সাদা চাদরে শুয়েছে,
অক্সিজেনের মাস্ক পরে 
গুনেছে দিন...
ইঞ্জেকশন এসেছে,
নার্স এসে নতুন স্যালাইন দিয়ে গেছে ভোরে।

মন উঠে বসে নি।

অথচ অসুখ সেরে গেছে...

এই ওষুধের গন্ধ 
কি জানি আর ভালো লাগে না। 
গুমোট কেবিন জুড়ে
দিশেহারা রোগ। 
হালকা আরামে জানলা খোলে আয়া।
হাসপাতালের দেওয়ালে ভাসে কবিতা...

'অসুখের দিনে প্লিজ
বর্ষাতি হয়ো!'

রিক্সা থেকে নেমে আউটডোরে ভাসে শব্দ।
'ব্রজ দা এখানে আছে?'

নার্সের মুখ গম্ভীর।

শারীরিক খুঁটিনাটি বলতে তোতলায় জিভ...

ডোম ওকে কালো রাস্তায় নিয়ে যায়।

রাস্তার পেছনে মর্গ...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন