মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

আলো বসু


                    ধারাপাত

ঝমঝম ঝমঝম মেঘের ধারাপাত,জলের কল্লোলে কী জল খেলা
ক্ষুরধার খরতাপ শুকায় জলছাপ,কালের কোলাহল শূন্যে মেলায়
টিকটিক টুপটাপ সময় ঝরাগান ,জলের নামতার ঘোর বিলাপ
 তুমি আর আমি আর স্বপ্ন আমাদের,একঝাঁক ঝরনা--- নদীতে ঝাঁপ

বকবক কলসির শূন্য বেজে যায়,নদীর ঘাটকথা শ্যাওলা দর
গুবগুব গোগ্রাসে কলস গলাজল,বাকিটা আয়নায় আকাশ ভর

জল থেকে ঢেউ ভাগ যোগ গুণ বিয়োগে জলেই যায় সব অগাধ জল
রাখালের খুনসুটি সহসা ভেঙে দেয় পানিয়া ভরনের গাগরি ছল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন