মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

সৌমনা দাশগুপ্ত



আনএডিটেড

তোমরা হাওয়া চালিয়ে দিতেই পার
আমি তত সামাজিক নই
মেঘের ওপর মেঘ চাপিয়ে আস্ত একটা
লিখেই ফেলতে পার মেঘবাড়ি
আমি তত সামাজিক নই
বৃষ্টি নিয়ে এমন যে আদিখ্যেতা
জলে চুমুক দিতে দিতে জলই মদ হয়ে উঠল
আমি ততটাও সামজিক নই
আর হাসি ভেঙে যাচ্ছে আর কান্না ভেঙে যাচ্ছে
কাচের এপাশ থেকে জোনাকি দেখব
অথবা নক্ষত্রের পৃথিবী থেকে দুএকটা তারা
তুলে এনে ঝুলিয়ে দেব উঠোনে
আমি একেবারেই সামাজিক নই
বরং আলো থেকে
বরং আলপথ থেকে সরে এসে
মাঠে নেমে যেতে পারি, এতটাও
আলাভোলা ভেবো না আমাকে
রাতের ভেতর শুধু এক কুবোপাখি
ডানা খুলে রেখে দিয়ে চলে গেল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন