মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

মোহাম্মদ ইমাদ উদ্দীন



  রক্তাক্ত ১৫ই আগস্ট
        
বছর ঘুরে রক্তের কালিতে লেখা,
আবার ফিরে এসেছে  সেই দিন-রাত।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের,
অশ্রুভেজা কলঙ্কময় সেই রাত।
রাতের অন্ধকার শেষে সুবহে সাদিকে,
কী নিষ্ঠুর, কী ভয়ঙ্কর- সেই নির্মম হত্যা।
কেঁদেছে আকাশে,কেঁদেছে বাতাস, কেঁদেছে প্রকৃতি
অভিশপ্ত শোকাবহ রক্তাক্ত ১৫ই আগস্ট।
ঘাতকদের মেশিনগানে শহীদ হন,
হাজারো শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সহ অনেকেই।
ঘাতকদের মেশিনগান থেকে,
রেহায় মিলেনি ছোট্ট শিশু রাসেলও।
বাড়ির সিঁড়িতে অযত্ন অবহেলায় পড়েছিল,
জাতির জনক শেখ মুজিবের রক্তাক্ত মৃতদেহ।
স্বদেশের মাটি ও মানুষকে  ভালোবাসায় বেঁধেছিলেন,
 কোনোদিন ছিন্ন হওয়ার নয় যে বন্ধন।
 তাই আজোও মানুষ স্মরণ করে,
বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে।

কবিতা:০২
----------------
     মুজিব মানে
মোহাম্মদ ইমাদ উদ্দীন
মুজিব মানে
       মৃত্যুঞ্জয়ী এক বীরের নাম।
মুজিব মানে
        সাহসী রাজনৈতিক পাখি।
মুজিব মানে
         এক বিপ্লবী কন্ঠস্বর।
মুজিব মানে
         আপোষহীন এক বীর পুরুষ।
মুজিব মানে
          গরীব দুঃখীর বন্ধু।
মুজিব মানে
            রক্ত লেখা এক মানচিত্র।
মুজিব মানে
           বাঙালি জাতির ত্রাণকর্তা।
মুজিব মানে
           বাঙালি জাতির অনুপ্রেরণা।
মুজিব মানে
            হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি।


কবিতা: ০৩
------------------
               বর্ষার হাসি
      মোহাম্মদ ইমাদ উদ্দীন
বর্ষা নতুন সাজে সাজায় প্রকৃতির রং,
প্রকৃতিতে ফিরে আসে সজীবতা।
গ্রীষ্মের তাপে মাঠ-ঘাট ফেটে হয় চৌচির,
বর্ষায় ফিরে আসে সেই সজীবতা।
গাছে গাছে সবুজ পাতা,
আর নানা ফুলের সমারোহ।
জমিতে জমিতে ধান,
কৃষকের মুখে হাসির বান।
প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য গড়ে ওঠে,
আর মানব মনে বয়ে আনে আনন্দের জোয়ার।

কবিতা:০৪
---------------
      বর্ষার কষ্ট
মোহাম্মদ ইমাদ উদ্দীন
বৃষ্টির পানিতে রাস্তাঘাট থৈ থৈ,
বাইরে বের হওয়া কত কষ্ট?
প্রয়োজনের তাগিদে বাইরে যেতে হয় তবুও।
রিক্সা-সিএনজি চালকের কাছে,
যাত্রীদের গুনতে হয় অতিরিক্ত ভাড়া।
দিনমজুররা হয় ঘরে আবদ্ধ,
দুঃখের সীমা থাকে না তাদের।
গরীবের ভাঙা চালা দিয়ে,
পানি পড়ে ভেসে যায় ঘর।
বর্ষার দিনে কাঁচা তরকারির দাম বেড়ে,
মধ্যবিত্ত ও বস্তিবাসীদের বেড়ে যায় কষ্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন