মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

শ্রীজিতা বেরা


গল্প- অন্তিম ভোজন


কুশাসনে উপবিষ্ট তগাগত । সম্মুখে তাম্রপাত্রে রসাল , পনস  সমেত বিবিধ ফলমূল , তাম্রগেলাসে সুমিষ্ট জল । সিদ্ধার্থ বৈশালীতে  অন্তিম ভোজন আরম্ভ করেছেন । পশ্চাতে অক্ষি সঞ্চালন করায় আম্রপালির মানসপটে প্রস্ফুটিত হচ্ছে বর্ণিল দৃশ্যাবলী - মহানামের গৃহে তারুণ্য অবধি জীবন নির্বাহ , বিম্বিসারের সহিত প্রেমালাপ , বৈশালীর নগরবধূর সম্মাননা লাভ । সকলকিছু ম্রিয়মাণ হয়ে যাচ্ছে অধুনা প্রাপ্ত শান্তির নিকট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন