মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

সুজাতা দে



প্রথম দেখার ক্ষণ/
সুজাতা দে

ভালোবাসা বুক দ্রিমিক দ্রিমিক তানে..
প্রথম দেখার খুঁজতে থাকে মানে-
মুগ্ধতায় অসীম আশার মনোজ্বরে
দৃষ্টি উপদৃষ্টিতে পলক না যে পড়ে।

প্রথম দেখা আউল-ঝাউল কথায়
উড়তে দিলাম প্রাণের ভোমর ডানা
কোথায় কোন রাজার পুরেতে বাস
জানতে মরিয়া লাজুক প্রশ্নরাজ।

কোথায় কখন দেখেছিলাম আগে
এই কি তবে সেই- স্বপ্ন পুরণ রাগে
অধীর অপেক্ষায় মুখর হয়ে থাকা
এতোদিনে কাঙ্খিত প্রেম মেলে পাখা।

বারে বারে স্বপ্নসম মুখচ্ছবি জাগে
মন রাঙাতে খোঁজা দুরন্ত অভিসার
কথাকলিরা মুগ্ধতায় লাজেতে ঢাকে
বন্ধ স্বরেতে বলতে চেয়ে-ই হোঁচট।

প্রথম দেখা বন্ধুতা হোক;তবু ভালো
দেখেই তোমায় মন- জানালায় আলো
ঠিকানাটা চাই বলেছিল ভীরু গলা
তোমাকে ভালো যে লেগেছে হয়নি বলা।

চোখ বুঝে নেয় চোখের মনের ভাষা
ঠিকানা কি হবে বলেছিলে অবহেলে
মন কি বুঝেছে ভালোবাসা অচেতনে
গোপনে বাঁধা হয়েছে যে প্রেম-গান।

অসম ধরম দেখেনি; মরণ-খাঁড়া
বাড়িয়ে হাত ঠিক বেঁধেছ গাঁটছড়া!
যতো বেদনায়; সমাজ, শিকড় টানে-
তবু ছেঁড়েনি কেন; তা প্রথম দেখা জানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন