একটি যুদ্ধের খসড়া
১.
ঢোক গেলার মত গিলে নিচ্ছি
অপমানের একোয়া মেরিন ফেনা
বুদ্বুদগুলিতে প্রলয়ের সংকেত
প্রবাহটি তড়িতাহত
বিচ্ছেদের আগের পর্যায়ে
মুগ্ধতা বিতরণ বাধ্যতা মুলক
২.
ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে
সমস্ত যুক্তি তর্ক প্রমাণপত্রে
সাজানো অস্ত্রাগার
যৌনতার ইকুয়েশন
ইউক্লিডীয় গর্তে ঘুম পাড়ানো
এখন বিরতিচিহ্নে
একবোতল লেমোনেড সোডা
আর লম্বা ঘুম
সন্ধি আনতে পারে অচিরেই
৩.
মাঝরাতে ঘুম ভাঙলে
চারপাশে জেগে থাকাগুলি
অন্ধকারের পথনির্দেশিকা
রুমির বড় ইরেজার দিয়ে
রাতটা মুছে ফেলতে ফেলতে
আঙ্গুল থেকে খুলে পড়ছে
ক্লান্ত চাবির গোছা
৪.
ভোররাতে ভিজে পায়ের শব্দেরা
তুলসীতলা কুয়োতলা
ঘুরে ঘুরে মারুলি আঁকে
রিনরিনে সব শব্দগন্ধ
সাদা আঁচল উড়িয়ে চলে যায়
একতাল দলা পাকানো
পিছনফেরা মনখারাপ নিয়ে
এলার্ম ক্লর্ক বেজে ওঠে
৫.
যুদ্ধের ফলাফল যাইহোক
দু কাপ গরম চায়ের আশায়
ভোরবেলা তোমার বাড়ি
ঘুরে আসা যায় এখন অনায়াসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন